বাউফলে মুজিব বর্ষ উদযাপনে শত কর্মসূচী গ্রহন

বাউফলে মুজিব বর্ষ উদযাপনে শত কর্মসূচী গ্রহন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি  : পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে শত কর্মসূচীর ঘোষনা ও উদযাপন প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে । আজ রবিবার সকাল ১১টার সময় উপজেলা মুজিব বর্ষ কমিটির আয়োজনে দলীয় কার্যালয় জনতা ভবন থেকে শত শিক্ষার্থী,শত বাইসাইকেল ,দুইশত লোক সহ দুইশত মটরসাইকেল নিয়ে উপজেলায় ১৭মার্চ উধ্বোধনী অনুষ্ঠানের লিফলেট প্রচার ও ক্যাম্পাইন মুজিববর্ষ ওয়েবসাইট, মুজিববর্ষ ক্যালেন্ডার বিতরন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন,সাবেক চীফ হুইপ,সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও উপজেলা মুজিববর্স উদযাপন কমিটির আহবায়ক আ,স,ম ফিরোজ,এমপি ।


এমপি আ,স,ম ফিরোজ বলেন,বঙ্গবন্ধু আমাদের জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করে দিয়েছেন । বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হত না । তার ডাকে দেশ স্বাধীন হয়েছে । ১৯৭৫ সালে ঘাতকরা তার দুই কন্যা ব্যাতীত স্বপরিবারে হত্যা করেছে।তার জন্য আমাদের কিছু করা উচিত । তাই জামাত ব্যতীত সকল রাজনৈতিক দল ও জাতিধর্ম,বর্ণ নির্বেশেষে সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উদযাপনের আহবান জানান ।
দিবসটি উপলক্ষে উপজেলায় আ’মীলীগ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি সামসুল আলম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু,উপজেলা আ’মীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর-আ’লীগের সভাপতি ইব্রাহিম ফারুক,এপিএস আনিচুর রহমান, যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ ।